অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না এক গর্ভবতী মা। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন বরগুনার তালতলী উপজেলার বিএনপি নেতা মাহাবুবুল আলম মামুন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) তালতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায়। দিনমজুর শাহীন ও তার স্ত্রী সেখানে চিকিৎসার অভাবে কাতরাচ্ছিলেন। আর্থিক অসহায়তার কারণে শাহীন তার স্ত্রীর চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্য চাচ্ছিলেন।
এ সময় তালতলী উপজেলা স্থানীয় সাংবাদিক সোহেল রানা বিষয়টি টের পান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ প্রচার করেন। লাইভটি দেখে পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন তালতলী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুল আলম মামুন।
দিনমজুর শাহীন বলেন, ‘গত সোমবার রাতে স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে জানতে পারি এখানে অপারেশন করা সম্ভব নয়। আমার কাছে চিকিৎসার ব্যয় করার মতো টাকা ছিল না। সাংবাদিকের লাইভ দেখে বিএনপি নেতা মামুন ভাই সকল চিকিৎসার দায়িত্ব নেন। সময়মতো না আসলে হয়তো আমার স্ত্রী চিকিৎসা ছাড়াই মারা যেতেন।
মাহাবুবুল আলম মামুন জানান, ‘লাইভ দেখে আমি হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকের সঙ্গে কথা বলে জানলাম, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এখানে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব না হওয়ায় আমি অসহায় পরিবারটির চিকিৎসার দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বরিশালে প্রেরণ করি।’


