বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলের নতুন মৌসুমে দল পাবেন কি না, এমন প্রশ্ন ভক্ত ও সমর্থকদের মধ্যে। গতবার মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ, তবে শেষদিকে ডাক পড়ে তার।
শেষদিকে ডাক পেয়ে খারাপ কাটেনি তার মৌসুম। মাত্র তিন ম্যাচে চার উইকেট শিকার করে নিজের দক্ষতা দেখিয়েছেন। এর মধ্যে এক ম্যাচে তুলে নিয়েছেন তিনটি উইকেট, যা তার সামর্থ্যকে আরও প্রমাণ করেছে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শেষ মুহূর্তে তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। দল প্লে-অফে গেলে তার ম্যাচসংখ্যা আরও বেড়ে যেত। যদিও সেই সুযোগ হয়নি, তবু তার পারফরম্যান্স প্রশংসনীয়।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের ১০টি দলকে জানাতে হবে কারা খেলোয়াড় ধরে রাখবে ও কারা ছেড়ে দেবে।
মেগা নিলামের আগে রিটেইন করার সুযোগ সীমিত থাকলেও মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজের ইচ্ছামতো খেলোয়াড়কে আবার দলে নিতে পারবে। মুস্তাফিজের জন্য এখানেই বড় সম্ভাবনা—দিল্লি চাইলে তাকে আবারও দলে ভেড়াতে পারে।
দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজিও ইতোমধ্যেই নতুন মৌসুমের স্কোয়াড সাজানোর কাজ শুরু করেছে। দল তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় ধরে রাখবে এবং পারফরম্যান্সে হতাশ করার মতো খেলোয়াড়দের বিদায় দেবে।


