মৎস্যসম্পদ টেকসই উন্নয়ন, প্রকৃত জেলেদের নিবন্ধন, অবৈধ গড়া জাল বন্ধ ও নদী-খাল রক্ষার লক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, বিশেষ অতিথি ছিলেন সিএনআরএসের ফিসনেট প্রকল্পের কর্মকর্তা মাসুদ সিদ্দিকী, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে ও উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভায় উপকূলীয় এলাকার জেলে, মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশন প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- অবৈধ গড়া জাল, গোবজাল বন্ধসহ অভিযান পরিচালনা করা, নারী জেলেদের নিবন্ধনের আওতায় আনা, অবৈধভাবে নদী ও খাল ভরাট এবং দূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা।

