সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘মুট কোর্ট সোসাইটি (এসইউএমসিএস)’-এর উদ্যোগে আদালত-চর্চা বা ‘মুটিং’বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় আইন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। কর্মশালার প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ সরকারের উপ-অ্যাটর্নি জেনারেল মো. এরশাদুল বারী খান্দকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মুটিং কেবল একাডেমিক চর্চা নয়; এটি ভবিষ্যৎ আইনজীবীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণক্ষমতা ও পেশাগত নৈতিকতা গঠনের অন্যতম মাধ্যম।’ নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।

