ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:০২ এএম

বন্দরনগরী চট্টগ্রামে প্রকাশ্যে হত্যাকাণ্ড ও অস্ত্রবাজি থামাতে কঠোর নির্দেশ দিয়েছেন সিটি পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

কমিশনার বুধবার পুলিশের ওয়্যারলেসে ঘনাগ্রস্ত সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্রধারীদের লক্ষ্য করে দ্রুত ‘ব্রাশফায়ার’ করার নির্দেশ দেন। তিনি জোর দিয়ে বলেন, এই নির্দেশ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা হবে না।

তিনি টহল ও থানা পুলিশের কাছে বলেন, শটগান ও চায়না রাইফেলের বদলে এখন সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করে দ্রুততম প্রতিক্রিয়া দেখাতে হবে। পাশাপাশি তিনি টহলকারীদের কাছে শিশু শটগান, দুইটি গ্যাস গান ও নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দিয়েছেন।

কমিশনার আরও বলেন, স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে ১৩টি করা হবে। লক্ষ্য- সশস্ত্র সন্ত্রাসীদের নগরে প্রবেশ প্রতিহত করা।

তিনি বলেন, সম্প্রতি বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত এবং একজন নেতা আহত হন। সেই ঘটনায় পরবর্তী নিরাপত্তা কড়া করা হয়েছে।

কমিশনার বলেন, পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় আত্মরক্ষার অধিকার রয়েছে। প্রয়োজন হলে আইনের ধারা ৯৬ থেকে ১০৬ অনুযায়ী পদক্ষেপ করা হবে। ফের বড় ধরনের হামলা হওয়া রোধ করাই নীতির লক্ষ্য। তিনি বলেন, নিরস্ত্র জনতার ওপর এই নীতিমালা প্রয়োগ করা হবে না; রাজনৈতিক সংস্থার ছোট জমায়েত বা মিছিলেও এটি প্রয়োগ করা হবে না, তাদের গ্রেপ্তার করা হবে ও আদালতে সোপর্দ করা হবে।

সিএমপির পূর্ববর্তী নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন কমিশনার। গত বছরও তিনি মোবাইল ও টহল দলের অস্ত্রবাজির নীতি আরও কঠোর করেছিলেন। তখন লাইভ ব্যালিস্টিক্স ছাড়া দল মাঠে নামবে না বলে বলা হয়েছিল।

কমিশনার জানান, পুলিশের ‘গণশাসন’ রক্ষার জন্য এখন থেকে আরও সতর্ক ও তৎপরভাবে অভিযান চালানো হবে।