ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সেরে উঠছেন হাসান মাসুদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:৪৩ এএম

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৭ অক্টোবর রাতে প্রচ- মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় এই অভিনেতা। তবে আগের চেয়ে এখন ভালো আছেন বলে হাসপাতাল থেকে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন হাসান মাসুদ।

তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। ক্রমেই উন্নতি হচ্ছে। এখনো হাসপাতালেই আছি। ডাক্তার বলেছেন আরও এক সপ্তাহ থাকতে হবে। আমার সবকিছুই ভালো তবে ডাক্তার আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

আর অভিনয়ে ফিরতে চান না হাসান মাসুদ। একটা চাকরির খোঁজে রয়েছেন তিনি। একসময় সাংবাদিকতা করা হাসান মাসুদ পুরোনো পেশায় ফেরার ইঙ্গিতও দেন।

হাসান মাসুদকে একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে বেশ কয় বছর ধরে হঠাৎই তিনি শোবিজ অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। এখন আর পর্দায় আগের মতো তার উপস্থিতি নেই। বর্তমানে তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’।

দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ। করেছেন সাংবাদিকতাও। অভিনয়ে নাম লিখিয়ে অল্প দিনেই পান জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ উল্লেখযোগ্য।