জমকালো আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পালিত হলো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। গত সোমবার রাত ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ আহম্মেদ এবং ১৭তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া জাহান জিম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তি ও অভিনয়সহ নানা পরিবেশনায় অংশ নেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জাককানইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর কেক কাটা ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়েবিনারের আয়োজন করা হয়। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয় প্রধান ড. শাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এটি পালিত হয়। আজকের আয়োজনে আমাদের শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা প্রকাশ পেয়েছেÑ তারা শুধু হিসাবেই নয়, গান, নাচ ও অভিনয়েও সমান দক্ষ।’

