ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোটরসাইকেল চালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:৪৩ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাতুল (২২) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা গাজীবাড়ী পুকুড়পাড় এলাকার বাবুর ছেলে। তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে টঙ্গী থেকে পূবাইলের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।