ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঢাকা ক্যাপিটালসে খেলবেন তাসকিন-সাইফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

আজ আনুষ্ঠানিকভাবে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়। তার সঙ্গে দলের নতুন তারকা হিসেবে যুক্ত হয়েছেন ব্যাটসম্যান সাইফ হাসান।

দুজনের সঙ্গেই আজ চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে দলটি। চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু।

সর্বশেষ আসরে রাজশাহী রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো তাসকিন এবার সরাসরি চুক্তিতে ঢাকা দলে যোগ দিয়েছেন।

ঢাকার এই ফ্র্যাঞ্চাইজিটি গত আসরে শাকিব খানের নেতৃত্বে বিপিএলে প্রথমবার অংশগ্রহণ করেছিল এবং দর্শক ও মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। নিলাম হবে ২১ নভেম্বর এবং ফাইনাল খেলা হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি।