ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

টিকা জটিলতায় আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ১০:৫২ পিএম
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

একমাত্র প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা সফরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় বছরের শেষ ম্যাচটি খেলবে আলবিসেলেস্তেরা।

তবে এই ম্যাচের আগেই স্কোয়াডে বড় ধরনের ধাক্কা খেল আর্জেন্টিনা। অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য 'ইয়োলো ফিভার ভ্যাকসিন' (পীত জ্বর টিকা) না নেওয়ার কারণে দল থেকে ছিটকে গেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তিন গুরুত্বপূর্ণ তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, উইঙ্গার জুলিয়ানো সিমিওনে, ও ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তিন ফুটবলার নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দিলেও অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য অপরিহার্য পীত জ্বর টিকা নেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে পারেননি।

সম্প্রতি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে মশাবাহিত জীবাণু থেকে এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ওই অঞ্চলে প্রবেশে এই টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এই তিন তারকা ছাড়াও হাঁটুর চোটের কারণে আগেভাগেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন চেলসির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে বছরের শেষ প্রীতি ম্যাচের আগে একাধিক খেলোয়াড়কে হারাল আর্জেন্টিনা দল।

এই অপ্রত্যাশিত বাদ পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনের বদলে দলে ডাক পেয়েছেন তিন নতুন খেলোয়াড়। তারা হলেন কেভিন ম্যাক-অ্যালিস্টার (ডিফেন্ডার), লিয়ান্দ্রো মার্টিনেজ (ডিফেন্ডার), এমিলিয়ানো বুয়েন্দিয়া (উইঙ্গার)।