ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:৫৬ পিএম
ট্রেন। ছবি - সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম কুমার দেব।

তিনি জানান, ‘বিকল হওয়া ইঞ্জিন উদ্ধারে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের একটি ইঞ্জিন শায়েস্তাগঞ্জে পাঠানো হচ্ছে। ওই ইঞ্জিন দিয়েই পারাবত এক্সপ্রেসকে ফেরত আনা হবে।’

পারাবত এক্সপ্রেসের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, ‘শায়েস্তাগঞ্জ স্টেশন ছাড়ার পর খোয়াই নদীর রেলসেতু অতিক্রমের সময় ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায়, দুটি ফিউজ পুড়ে গেছে এবং কুলিং ফ্যান কাজ করছে না। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয়ে সিলেট রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল করিম বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট থেকে কোনো ট্রেন ছাড়তে পারছে না এবং বাইরের কোনো ট্রেনও সিলেটে প্রবেশ করতে পারছে না। ঢাকার রেলওয়ের কারিগরি শাখার সঙ্গে যোগাযোগ চলছে। বিকল ইঞ্জিন সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে এবং স্টেশনে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে।’