লিওনেল মেসির জোড়া গোল এবং অ্যাসিস্টের সুবাদে মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় জয় পেল ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার ভোরে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে তারা।
চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। তবে ম্যাচের ৩৫তম মিনিটে মিয়ামির হয়ে প্রথম গোল করেন তাদেও অ্যালেন্ডে। মেসির দূরপাল্লার এক দুর্দান্ত পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
চলতি মৌসুমে এটি ছিল মেসির ১২তম অ্যাসিস্ট। এই গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে ফিরে এসে আক্রমণের ধার বাড়ায় ডিসি ইউনাইটেড। আর তার ফলও পায় দ্রুত। ৫২তম মিনিটে সাবেক লিভারপুল স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনতেকের গোলে সমতায় ফেরে তারা।
তবে মিয়ামির আবারও লিড পেতে বেশি সময় লাগেনি। ৬৬তম মিনিটে মেসির গোলে ফের এগিয়ে যায় মিয়ামি। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে তিনি দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন।
ম্যাচের ৮৫তম মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। সার্জিও বুসকেটসের কাছ থেকে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে এক অসাধারণ শটে মিয়ামিকে ৩-১ গোলে এগিয়ে দেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে তার ২২তম গোল।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডিসি ইউনাইটেডের মারেল এক গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা। শেষ বাঁশি বাজার পর ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।