লিভারপুল নারী দলের প্রাক্তন সফল কোচ ম্যাট বিয়ার্ডের আকস্মিক মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বার্কলেস উইমেন্স সুপার লিগে লিভারপুল ও অ্যাস্টন ভিলার মধ্যকার নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এর আগে শনিবার রাতে লিভারপুল ক্লাব ৪৭ বছর বয়সি এই কোচের মৃত্যুর খবর নিশ্চিত করে।
ম্যাট বিয়ার্ড লিভারপুলের কোচ হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেছেন এবং ক্লাবের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কোচিংয়ে ২০১৩ এবং ২০১৪ সালে লিভারপুল টানা দুটি উইমেন্স সুপার লিগ শিরোপা জিতে নেয়।
পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের বস্টন ব্রেকার্স, ওয়েস্ট হ্যাম এবং ব্রিস্টল সিটিতেও কোচিং করিয়েছেন।
২০২১ সালে দ্বিতীয়বারের মতো লিভারপুলে ফিরে তিনি দলকে পুনরায় উইমেন্স সুপার লিগে ফিরিয়ে আনেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
লিভারপুল তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, আমাদের প্রাক্তন নারী দলের কোচ ম্যাট বিয়ার্ডের আকস্মিক মৃত্যুতে আজকের অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে। নতুন ম্যাচের তারিখ পরবর্তীতে জানানো হবে।
বার্নলির কোচ হিসেবে সংক্ষিপ্ত সময় কাজ করার পর আগস্টে তিনি পদত্যাগ করেন। ম্যাট বিয়ার্ডের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বার্নলিও তাদের ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ম্যাচটি স্থগিত করেছে।
উইমেন্স সুপার লিগে কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিয়ার্ডের সম্মানে রবিবার লিগ এবং উইমেন্স সুপার লিগের সকল ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
যদিও চেলসি-লেস্টার, ব্রাইটন-ওয়েস্ট হ্যাম এবং আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সঠিক সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।