ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার সম্প্রতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের আগে বাংলাদেশকে নিয়ে কথা বলতে গিয়ে এক মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে কিছু বলতে গেলে নাকি তার বুক কাঁপে! সম্প্রচারকারী চ্যানেলের ম্যাচপূর্ব শোতে শ্রীলঙ্কার ধারাভাষ্যকার রাসেল আরনল্ড এবং সঞ্চালক সাঞ্জানা গণেশনের সঙ্গে আলোচনার সময় এই ঘটনা ঘটে।
এই শোতে ‘নাগিন ডার্বি’ নিয়ে আলোচনার সূত্র ধরে সঞ্জয় প্রশ্ন করেন, কেন বাংলাদেশিরা শ্রীলঙ্কাকে সহ্য করতে পারে না। রাসেল আরনল্ড যদিও এই বিষয়টিকে হালকাভাবে এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কেউই তাতে সন্তুষ্ট হতে পারেননি।
এরপরই সঞ্জয় তার ভয় এবং পরামর্শের কথা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে বলতে তো ভয়ে বুক কাঁপে, কী না কী হয়ে যায়! তবে এই ভয়ের পরও তিনি লিটন দাসকে একজন ‘ক্লাস ব্যাটার’ হিসেবে প্রশংসা করেন।
একই সাথে তিনি পরামর্শ দেন, লিটনকে ব্যাটিংয়ে আরও বেশি সমর্থন দেওয়া প্রয়োজন এবং বোলিংয়ে আরও ধারাবাহিক হতে হবে।
সঞ্জয়ের এই ভয় অমূলক নয়। এর আগেও রবিচন্দ্রন অশ্বিন এবং ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন।