ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:৫১ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু একটি ধর্মীয় ও পবিত্র অনুষ্ঠান, তাই সবারই সতর্ক থাকা জরুরি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রুট দিয়ে মাদক প্রবেশ করছে, তবে এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। শুধু কক্সবাজার-চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার নৌরুট দিয়েও এসব পণ্য যাচ্ছে। এর পেছনে আরাকান আর্মি মাদক নির্ভরতায় সক্রিয় ভূমিকা রাখছে। সরকার মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে। বর্তমানে বিপুল পরিমাণে মাদক জব্দ হচ্ছে, যার প্রভাবে বাজারে মাদকের দাম বেড়েছে।

কৃষি নিয়ে তিনি বলেন, সারা দেশে কৃষকরা আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষকরা যদি ক্ষতির কারণে আগামী মৌসুমে আলু চাষ কমিয়ে দেন, তাহলে ভবিষ্যতে আলুর দাম বেড়ে যাবে।

প্রতিমা ভাঙচুর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর প্রতিমা ভাঙার ঘটনা কমেছে। যেসব এলাকায় ঘটনা ঘটেছে, সেগুলো সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।