ইতালির রিমিনিতে অনুষ্ঠিতব্য টিটিজি পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে আয়োজকরা এই সিদ্ধান্ত নেন।
রিমিনির মেয়র জামিল সাদেঘোলভাদ জানিয়েছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে ইতালিতে ব্যাপক প্রতিবাদ ও উত্তেজনার কারণে কর্তৃপক্ষ অংশগ্রহণ পুনর্বিবেচনার আহ্বান জানায়।
রিমিনি ফিয়েরা নামের আয়োজক সংস্থা ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়কে জানিয়েছে, পৌরসভা ও এমিলিয়া-রোমাগনা অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন মেলা হিসেবে বিবেচিত টিটিজি ট্র্যাভেল এক্সপেরিয়েন্স ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতি বছর এই মেলায় হাজার হাজার ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, হোটেল মালিক ও উদ্যোক্তারা অংশ নেন, যেখানে নতুন উদ্ভাবন প্রদর্শন, অংশীদারিত্ব গঠন ও শিল্পের প্রবণতা নির্ধারণ করা হয়।
মেয়র জামিল সাদেঘোলভাদ এক পোস্টে লিখেছেন, ‘ইসরায়েলি বুথ প্রদর্শনকারীদের মধ্যে থাকবে না। নিরাপত্তা উদ্বেগ, বিক্ষোভের ঝুঁকি এবং গাজায় আক্রমণকে ঘিরে ইতালিতে উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অন্যদিকে, ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত অ্যালন বার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি রাজনৈতিক মতাদর্শের অনুপ্রবেশ এবং নির্বাচনি প্রচারে ইসরায়েলবিরোধী অবস্থানকে কাজে লাগানোর উদাহরণ। তার মতে, এর ফলে ইতালি ও ইসরায়েলের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় ও ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
বার আরও উল্লেখ করেন, প্রতিবছর লাখ লাখ ইতালীয় কর্ম, পর্যটন ও ধর্মীয় উদ্দেশ্যে ইসরায়েল ভ্রমণ করেন এবং বিপরীতে ইসরায়েল থেকেও ইতালিতে ব্যবসা ও পর্যটনের প্রবাহ রয়েছে। তার দাবি, এই সিদ্ধান্ত ইহুদিবিরোধী বিক্ষোভকে উস্কে দেবে এবং হামাসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কৌশলকে শক্তিশালী করবে।
ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ ইতালীয় সরকার বা সাধারণ জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না। মন্ত্রণালয়ের দাবি, ইতালির পর্যটন মন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এবং ইতালীয় পর্যটন খাতের শীর্ষ ব্যক্তিরা মেলা চলাকালে বিকল্প কার্যক্রমে ইসরায়েলের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েল নিয়মিতভাবে আন্তর্জাতিক পর্যটন ইভেন্টগুলোতে অংশ নেয় এবং ইতালীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল , ওয়াইনেট