দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণসংক্রান্ত বৃহৎ প্রকল্পে ভয়াবহ দুর্নীতি ফাঁস হওয়ার পর ব্যাপক চাপের মুখে পড়েছে দেশটির সরকার। দুর্নীতির তথ্য প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা ও অন্যান্য বড় শহরে হাজারো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ফিলিপাইনে প্রায়ই সামুদ্রিক ঝড় ও বন্যা আঘাত হানে। এতে হাজার হাজার মানুষ দুর্দশার শিকার হন। এ অবস্থায় সরকার বিপুল অর্থ বরাদ্দ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করলেও তদন্তে জানা গেছে, এসব প্রকল্পের অর্থ ব্যাপকভাবে লুটপাট হয়েছে। এমনকি কিছু বাঁধ নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে কাগজে-কলমে কাজ দেখানো হলেও বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্বই নেই।
সংবাদমাধ্যম গামানেটওয়ার্ক শনিবার জানায়, আগামীকাল ম্যানিলায় দুটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম কর্মসূচি ‘বন্যা মোকাবিলায় পদক্ষেপ: দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন’ সকাল ৯টায় রিজাল পার্ক থেকে শুরু হবে, যেখানে শিক্ষার্থী ও বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ অংশ নেবে।
দ্বিতীয় বিক্ষোভটি দুপুর ২টায় ইডিএসএ পিপল পাওয়ার মনুমেন্টে শুরু হবে। প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে নাগরিক সমাজ ও তরুণ সংগঠনগুলোর সদস্যরাও যোগ দেবেন।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেপন্থি রাজনৈতিক দল ‘হাকবাং এনজি মাইসুগ’ দুপুর ১টায় লিওয়াসাং বোনিফাসিওতে ‘সেভ দ্য ফিলিপাইনস’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশ ডেকেছে। একইসঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা সকাল ৭টা থেকে ক্যাম্প আগুইনাল্ডোর বাইরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
রাজধানীর বাইরেও দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। দুর্তেতে সমর্থকদের উদ্যোগে দাভাও সিটির রিজাল পার্কে বিকেল ৩টা থেকে একটি মিছিল শুরু হবে। পাশাপাশি সেবু সিটির প্লাজা ইন্ডিপেন্ডেন্সিয়া এবং ইলোইলো সিটির জারো প্লাজাতেও বড় আকারের প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।
বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে সরকার। সারা দেশে মোতায়েন করা হয়েছে ৫০ হাজার পুলিশ সদস্য। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের নিরাপত্তা হুমকি শনাক্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
এদিকে, দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত রিজাল পার্ক ও ইডিএসএ শ্রাইনের ১৫ নটিক্যাল মাইল এলাকার মধ্যে সব ধরনের ড্রোন ও উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ থাকবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস