এশিয়া কাপে ভারত ও পাকিস্তান এক সপ্তাহের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে। কিছুদিন আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় দল পাকিস্তানকে ৭ উইকেটে সহজে পরাজিত করেছিল। সেই একপেশে লড়াইয়ের পর আজ সুপার ফোরে দুই দেশের ক্রিকেট দল নতুন করে মঞ্চে দাঁড়াবে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হচ্ছে এই দুটি দল।
সেদিনের ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস এবং ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। পাকিস্তান দল ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছিল, তবে আইসিসি তা খারিজ করেছে। এরপরের ম্যাচে পাকিস্তান দল এক ঘণ্টা দেরিতে মাঠে উপস্থিত হয়েছিল, যার কারণে ম্যাচও কিছুটা দেরিতে শুরু হয়।
দুই দলের মধ্যকার প্রতিটি ম্যাচই রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর হয়। এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথকে সর্বকালের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ধরা হয়। ভক্তরা দীর্ঘদিন ধরে এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে গতকাল বাংলাদেশের ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করেছে। সাইফ হাসানের ঝড়ো ফিফটি এবং তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে টাইগাররা ৪ উইকেট হাতে রেখেই লঙ্কানদের হারিয়েছে।
এই জয়ে বাংলাদেশ এশিয়া কাপে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে। সুপার ফোরে সামনে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ, যারা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।