এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন জাতীয় দলের বর্তমান অধিনায়ক। যা এতদিন সাকিব আল হাসানের দখলে ছিল।
সাকিবের সংগ্রহ ছিল ২ হাজার ৫৫১ রান। এই ম্যাচে লিটনের দরকার ছিল মাত্র ১৯ রান। ইনিংসে ১৬ বলে ২৩ রানের ক্যামিও খেলে তিনি ছাড়িয়ে গেলেন সতীর্থ তথা পূর্বসূরিকে। ১১৪তম ম্যাচেই গড়লেন রেকর্ড, যেখানে সাকিবের লেগেছিল ১২৯ ম্যাচ।
লিটনের ঝুলিতে এর মধ্যে আছে ১৫টি অর্ধশতক ও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তি। নিয়মিত ওপেনার হিসেবে শুরু করলেও এবার তিন নম্বরে নেমেও নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।
১৮ বছরের দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে সাকিব রেখে গেছেন অবিস্মরণীয় অনেক রেকর্ড। তবে নেতৃত্বে থাকা লিটনের সামনে এখন সুযোগ বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত রচনার।