ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:৫৮ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আর এবারের এশিয়া কাপে সেই উত্তেজনার পারদ যেন আরও কয়েকগুণ চড়েছে। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

তবে এই ম্যাচের আগেই জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক। গত ম্যাচের আলোচিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আবারও এই হাই-ভোল্টেজ ম্যাচের রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান দল।

বিতর্কের সূত্রপাত যেখান থেকে

গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের পর থেকেই বিতর্কের শুরু। সেই ম্যাচে দেখা যায়, ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন না।

এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ম্যাচ রেফারি পাইক্রফটই তাদের অধিনায়ক সালমান আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে হাত না মেলানোর নির্দেশ দিয়েছেন।

এতে ক্রিকেটের রীতিনীতি ও চেতনার লঙ্ঘন হয়েছে দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাইক্রফটের তাৎক্ষণিক অপসারণের দাবি জানায়।

গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের আগেও এই বিতর্কের রেশ দেখা যায়। পাইক্রফটকে ম্যাচ থেকে সরিয়ে নিতে পিসিবি আইসিসির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে।

শেষ পর্যন্ত আইসিসি তাদের দাবিতে সাড়া না দেওয়ায় ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সেই সময় পিসিবি একটি ভিডিও প্রকাশ করে দাবি করে যে, পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়েছেন।

তবে ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আইসিসি’র পাঠানো মেইলে বলা হয়েছে, পাইক্রফট শুধু ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চাননি।

এদিকে আগামীকাল রোববার এশিয়া কাপের সুপার ফোরে এই দুই দলের লড়াই শুরু হতে যাচ্ছে।