ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের জার্সি পরে লিটনদের শুভকামনা জানালেন হানিয়া আমির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৪১ পিএম
হানিয়া আমির ও বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

টাইগারদের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে যখন দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রতি সমর্থন জানালেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হানিয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি ছবি পোস্ট করেন। 

ছবিতে তাকে বাংলাদেশ দলের জার্সি পরা অবস্থায় দেখা যায় এবং তার হাতে ছিল ‘Bangla Tigers’ লেখা একটি পতাকা। ক্যাপশনে তিনি লেখেন, “এসো বাংলা টাইগার্স”।

হানিয়ার এই শুভেচ্ছা বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং হাজার হাজার মন্তব্য জমা পড়ে।

এশিয়া কাপের সুপার ফোরে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।