ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী অভিভাবক ও ছাত্রীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ সভাপতিত্ব করেন। বক্তৃতা দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হিমেল খান, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম এবং মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন। বক্তারা বলেন, নারীরা পিছিয়ে থাকলে দেশও পিছিয়ে যাবে। তাদের এগিয়ে নিতে হবে। পাশাপাশি ছেলেদের মাদকাসক্ত না হওয়ার বিষয়েও অভিভাবকদের যতœবান হতে হবে।

