ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গ্রামবাসীর মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৫৬ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর-বালিহুদা ব্রিজ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসী। নি¤œমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় গ্রামবাসীর ছয়জনের নাম উল্লেখ করে ‘চাঁদাবাজির’ অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী মো. জাকাউল্লাহ। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে মাধবপুর গ্রামবাসীর ব্যানারে এলাকাবাসী মানববন্ধন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ব্রিজসংলগ্ন রাস্তার ধারে কয়েকটি গাইড পিলার স্থাপন করেন ঠিকাদার জাকাউল্লাহ। গ্রামবাসীর অভিযোগ, পিলারগুলো নি¤œমানের হওয়ায় তারা প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, হাত দিয়ে নড়াচড়া করলে কয়েকটি পিলার ভেঙে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ঠিকাদার জীবননগর থানায় মাজেদুল ইসলাম, কামাল, নাজিরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মাইদুল ইসলামের নাম উল্লেখসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাত রেখে ‘চাঁদাবাজি’র অভিযোগে মামলা করেন।