ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ শ্রমিক দল নেতা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৫১ এএম

কুষ্টিয়ার সদর উপজেলায় পদ্মা নদীতে নৌ দুর্ঘটনায় আবেদুর রহমান আন্নু (৫৬) নামে শ্রমিকদল নেতার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজার পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আন্নু সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আবেদুর রহমান আন্নুসহ কয়েকজন একটি ছোট নৌকায় করে পদ্মা নদীতে গিয়েছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর একটি বড় বালু বোঝাই ট্রলার হঠাৎ করে নৌকাটিকে ধাক্কা দিলে ছোট নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ অন্যরা বালুভর্তি ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও স্রোতের টানে ভেসে যান শ্রমিকদল নেতা আন্নু।

ঘটনার পর বিষয়টি বিকেলে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। তবে আন্নুর পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এলে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে তল্লাশি শুরু হবে।’

তবে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিকদল নেতা নিখোঁজের বিষয়ে আমাদের কেউ কোনো তথ্য দেয়নি। বিষয়টি সম্পর্কে জানা নেই।’

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘শুনেছি আবেদুর রহমান আন্নু পদ্মায় নিখোঁজ হয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ নদীতে নিখোঁজ হওয়া শ্রমিকদল নেতাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের তৎপরতা চলছে।