ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৫৬ এএম

ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জাহিদা বেগম কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের আবদুল মাজেদের স্ত্রী। গতকাল সোমবার দুপুর ২.৪০ মিনিটের সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়েন। স্থানীয়রা জানান, নিহত জাহিদা বেগম মানসিক রোগী ছিলেন। ঘটনার সময় তিনি রেললাইন অতিক্রম করে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। বারোবাজার রেলস্টেশনের স্টেশনমাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন।