মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক ছিলেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে সেই বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসেই ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পারভেজ খানের।
শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাসচালক যেহেতু মারা গেছেন, এখন সেই মামলায় হত্যাকা-ের ধারা যুক্ত করে আদালতে প্রেরণ করা হবে।
এর আগে গত ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এরপর, গতকাল (রোববার) রাতে এক ঘণ্টায় পৃথক তিন স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই রিকশাচালক গুরুত আহত হন। উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

