ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৫৪ এএম

চট্টগ্রামে ২৪ ঘণ্টার পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশ। সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে মোরশেদ ও ছগিরকে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মোরশেদের বিরুদ্ধে ৪টি অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এদিকে রাউজান উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ পৃথক অভিযানে ডাকাত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি বিদেশি পিস্তল পুকুর সেচ দিয়ে উদ্ধার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রোববার দক্ষিণ রাঙ্গুনিয়ার মৌলভীখীল এলাকায় চেকপোস্ট বসিয়ে হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে রাউজানের মকবুল আহমেদ সওদাগরের বাড়ির পাশের ঝোপ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।