সুপার ফোরের প্রথম ম্যাচে আগে ব্যাট করে শানাকার ফিফটিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৬৮ রান সংগ্র করে লঙ্কানরা।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়। সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
টস হেরে শ্রীলঙ্কার হয়ে এদিন ব্যাট হাতে ওপেনিংয়ে আসে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ব্যাট হাতে শুরু থেকেই তাণ্ডব চালান দুই লঙ্কান ব্যাটার।
৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলে নেয় ৪৪ রান। দলীয় ৫ ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কাকে আউট করে লঙ্কানদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।
তাসকিনের পর দলীয় ৫৮ রানের মাথায় লঙ্কান অভিজ্ঞ ব্যাটার কুশলকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান শেখ মেহেদী। মেন্ডিসকে ফেরানোর পর লঙ্কান শিবিরে আবারও আঘাত হানেন মেহেদী।
দলীয় ৯.১ ওভারে ৬৫ রানের মাথায় কামিল মিশারাকে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশি এই তরুণ স্পিনার। পরপর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে শ্রীলঙ্কা ঠিক তখনি ব্যাট হাতে দলের হাল ধরেন দাসুন শানাকা।
কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কাকে সাথে নিয়ে গড়েন তুলেন জুটি। দলীয় ৯৭ রানে যখন ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা তখনি লঙ্কান অধিনায়ক আসালঙ্কাকে সঙ্গে নিয়ে গড়ে তুলেন ৫৭ রানের জুটি।
১৫৪ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের ওভারে রান আউটে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে আসালঙ্কার দল।
ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে ১৫ বলে ২২ রান করেন পাথুম নিসাঙ্কা, ২৫ বলে ৩৪ রান করেন কুশল মেন্ডিস, ৩৭ বলে ৬৪ রান করেন দাসুন শানাকা, ১২ বলে ২১ রান করেন অধিনায়ক আসালঙ্কা।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ২ উইকেট নেন শেখ মেহেদী এবং ১ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ।
এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১২০ বলে ১৬৯ রান।