ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নাসিরনগরে ঘর থেকে বের হতেই যুবককে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৪৪ পিএম

‘ভাত রেডি করো, আমি আসতাছি’, স্ত্রীকে এ কথা বলেই ঘর থেকে বের হয়েছিলেন রহমান। কিন্তু সেই ভাত আর খাওয়া হয়নি তার। কয়েক মিনিট পরই বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।

গত শুক্রবার রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

রহমানের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘আমার জামাই ভাত খাওনেরও সময় পায় নাই। আমারে কইছিল তুমি ভাত রেডি করো, আমি আসতাছি।’ এর পরই হুনলাম চিৎকার। আমার জামাই হত্যার বিচার চাই।’

নিহতের মা রকিলা বেগম বলেন, ‘চিৎকার হুইন্যা দৌড়ায়ে গিয়া দেখি আমার পোলার লাশ পইরা আছে। আমার পরিবারে একমাত্র ভরসা আছিন এই পোলাডা। এহন এতগুলা মানুষ লইয়া কই যামু।’

নিহতের ভাই ইমন মিয়া বলেন, ‘আমি রাত ১টার দিকে ঘরের ভেতর মোবাইল নিয়ে কাজ করতেছি। হঠাৎ আমার ভাইয়ের চিৎকার শুনে গিয়ে দেখি কয়েকজন মিলে ছুড়ি আর লোহার রড দিয়ে আমার ভাইকে মারতেছে। আমি এর মধ্যে দুজনকে চিনতে পারছি।’

প্রতিবেশী চা দোকানি রতন মিয়া বলেন, ‘রহমান খুব শান্ত-ভালো মানুষ ছিল। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তবু তাকে খুন করল কারা এটাই আমাদের প্রশ্ন।’

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’