ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

স্বরূপকাঠিতে প্রেমিকের পর প্রেমিকার আত্মহত্যা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:১৮ এএম

পিরোজপুরের স্বরূপকাঠিতে গলায় ফাঁস নিয়ে প্রেমিক কলেজছাত্র আত্মহত্যা করার ১২ দিন পরে একইভাবে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা স্কুলছাত্রী। গত শুক্রবার বিকেলে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের মনির রাঢ়ীর মেয়ে আফিফা আক্তার (১৬) নামের দশম শ্রেণির ছাত্রী নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। গতকাল মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই এলাকার মাসুম খানের ছেলে আবু সুফিয়ান সানি (২০) নামের অপর এক কলেজপড়–য়া ছাত্র একইভাবে আত্মহত্যা করেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের উভয়ের পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় তারা অত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এদিকে, কয়েক মাস ধরে স্বরূপকাঠি উপজেলায় আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। গত আড়াই মাসে তিনজন শিক্ষার্থী ও একজন গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ১১ জুলাই এসএসসি পরীক্ষায় ফেল করায় আরামকাঠি শান্তিরহাট এলাকায় সুমাইয়া আক্তার (১৭) নামের এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ২ আগস্ট বলদিয়া ইউনিয়নে পরকীয়ার জেরে আইমিন (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এর আগে গত ২৩ জানুয়ারি উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার মাহমুদকাঠি এলাকায় প্রেমের কারণে সাব্বির (২২) নামের এক শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ ছাড়া নান্দুহার এলাকায় গত ১১ আগস্ট প্রেমের কারণে নবম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের তিনতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্ট করে। প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, পরকীয়াসহ নানা কারণে এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটছে বলে অভিমত অভিজ্ঞমহলের।