ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ নারী দলের নির্বাচক হলেন সালমা খাতুন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৩৯ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই পদে নিয়োগ দিয়েছে।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেবেন।

২০১১ সালের ২৬ নভেম্বর সাভারে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সালমা খাতুনের। সেই ম্যাচেই তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন।

এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তিনি দলের একজন ধারাবাহিক পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সালমা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৬টি ওয়ানডে এবং ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১ হাজার ১২৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১৩৬ উইকেট শিকার করেছেন।

তার অলরাউন্ড পারফরম্যান্স তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি এনে দিয়েছে। ২০২৩ সালের ৯ জুলাই ভারতের বিপক্ষে মিরপুরে তিনি তার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।