আজ শুর হচ্ছে সুফার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গুরুপপর্বের প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপেক্ষ পরাজয়ের শিকার হয় বাংলাদেশ।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা।
ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন থাককে পারে, সুপার ফোরের টি-টোয়েন্টি ফরম্যাটের এই হাই-ভোল্টেজ ম্যাচটি কোথায় দেখা যাবে। তাদের জন্য সুখবর হলো, এবারের এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে একাধিক প্ল্যাটফর্মে।
টেলিভিশনে যারা খেলা দেখতে চান, তারা টি স্পোর্টস, সনি টেন ১ এবং সনি টেন ৫ চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন।
ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে খেলা দেখার দারুণ সুযোগ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টফি (Toffee) এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
এর মাধ্যমে যেকোনো জায়গা থেকে খুব সহজেই ম্যাচ উপভোগ করা যাবে। টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস) দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবেন।