ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:০২ পিএম
বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

মরুর বুকে গত ০৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। প্রথম পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে বল করা সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা। গুরুপপর্বের প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপেক্ষ পরাজয়ের শিকার হয় বাংলাদেশ।

এদিকে সপ্তাহ না ঘুরতেই এশিয়া কাপে আবারও মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের এবারের লড়াইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বাড়তি অনুপ্রেরণা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। দুই দলের লড়াইটা প্রায় কাছাকাছি পর্যায়ের হয় বছর দশেক হলো। তবে তার আগ পর্যন্ত দুই দলের লড়াই মানেই যেন ছিল বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২১ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে। তারা ১৩টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশের জয় ৮টি।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, দুনিথ ভেল্লালেগে ও নুয়ান থুশারা।