ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:০৫ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের প্রথম পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গুরুপপর্বের প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপেক্ষ পরাজয়ের শিকার হয় বাংলাদেশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা।

এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দল কেমন একাদশ নিয়ে নামবে, তা নিয়ে রয়েছে কৌতূহল। ম্যাচ শুরুর আগেই সম্ভাব্য একাদশ ঘিরে আলোচনার শেষ নেই।

পেস আক্রমণে থাকতে পারেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান। স্পিন আক্রমণে থাকতে পারেন মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ। 

তবে আজকের একাদশে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—মেহেদী হাসান না তানজিম হাসান? এদের একজনকে বেছে নিতে হলে জায়গা ছাড়তে হতে পারে জাকের আলী বা নুরুল হাসান—এর মধ্যে একজনকে। 

এদিকে গত ম্যাচে জাকের আলী খেলেছিলেন ১৩ বলে ১২ রান করে। শেষ ওভারে খেলেছিলেন চারটি ডট বল। এ কারণে আজ তাঁকে বসিয়ে নুরুল হাসানকে অগ্রাধিকার দেওয়া হতে পারে, যিনি গত ম্যাচে ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।