ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

হাসপাতালে ভর্তি  ডেঙ্গু রোগী ৪১ হাজার  ছাড়াল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৩০ পিএম

সেপ্টেম্বর মাসের যত দিন পার হচ্ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মাসের মাত্র ২০ দিনে শুধু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়াল ২০ হাজারে। হাসপাতালের বাইরে যারা চিকিৎসা নিচ্ছে, তারা থেকে যাচ্ছে হিসাবের বাইরে। এমন পরিস্থিতিতে এডিস মশা নিয়ন্ত্রণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবার পাঠানো বিজ্ঞপ্তি মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯১। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৮২ জন। তবে এ সময় কারও মৃত্যু না হলেও স্বস্তির কোনো কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। যেহেতু অধিকাংশ রোগী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে, সেহেতু মৃত্যুর সংখ্যা যেকোনো সময় বড় হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। 

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন রয়েছে। ২৪ ঘণ্টায় ৪২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ৩৮ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৯১ জন। এর মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এযাবৎ ডেঙ্গুতে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। 

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে যা যা করণীয়, সবকিছু করতে হবে উল্লেখ করে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের প্রতিষ্ঠানপ্রধান ডা. আয়েশা আক্তার রূপালী বাংলাদেশকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত রোগীর চিকিৎসায় কাজ করে যাচ্ছে, কিন্তু কারো বাড়িতে পানি জমে থাকলে সেটা তো অধিদপ্তর বা কেউই দূর করতে পারবে না। গত বছর থেকে এ বছর রোগী বেড়ে যাওয়ার একটা কারণ যদিও স্থানীয় প্রশাসনে একটা স্থবিরতা রয়েছে, কিন্তু নিজের বাড়ির জমানো পানি তো নিজেকেই পরিষ্কার রাখতে হবে।’ 

এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।