ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:২৬ এএম
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের। সাইফ হাসানের ঝড়ো ফিফটি আর তাওহীদ হৃদয়ের দারুণ ইনিংসে ভর করে এশিয়া কাপের সুপার ফোরে শুরুর ম্যাচেই ৪ উইকেট হাতে রেখে লঙ্কানদের হারাল টাইগাররা।

শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন শানাকা। ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ছিলেন বোলিংয়ের সেরা, ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তৌহিদ হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। দু’জনে মিলে গড়েন ৫৪ রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়।

অধিনায়ক লিটন দাস করেন ২৩ রান, আর শেষদিকে শামীম হোসেন অপরাজিত থাকেন ১৪ রানে। শেষ ওভারে কিছুটা টানটান পরিস্থিতি তৈরি হলেও ১৯.৫ ওভারেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে শানাকা ও হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট। তবে মোস্তাফিজের নিখুঁত বোলিং আর সাইফ-হৃদয়ের ব্যাটিং দাপটের সামনে লঙ্কানদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়।

এই জয়ে এশিয়া কাপে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সামনে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো বড় প্রতিপক্ষ।