যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে দুর্দান্ত অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। ব্যাটে-বলে স্বরূপে দেখা গেল তাকে। সাকিবের আলো ছড়ানো ম্যাচে জিতেছে আটালান্টা ফায়ারও। তারা ৯৬ রানে হারায় মরিসভিল র্যাপটর্সকে। প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল আটালান্টা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে। দলের পক্ষে ওপেনার স্টিভেন টেলর ৬২ বলে ৯৭ রানের এক দারুণ ইনিংস খেলেন। ১২টি ছক্কা মারা এই ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গ দেন সাকিব। ৬ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব মাত্র ১৭ বলে অপরাজিত ২৭ রানের এক ক্যামিও ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। টেলর ও সাকিবের ব্যাটে ভর করে আটালান্টা একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে মরিসভিল র্যাপটর্স ২০ ওভারে মাত্র ৮৫ রান তুলতে পারে। তাদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন সানি প্যাটেল ও সাকিব। সানি প্যাটেল ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। আর সাকিব মাত্র ২ ওভার বল করে ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ক্যারিবিয়ান লিগে নিজের সেরাটা দিতে পারেননি সাকিব। ১১ ম্যাচে ব্যাট হাতে মাত্র একটি ফিফটিতে ১৮০ রান করেন। আর বল হাতে ৬টি উইকেট নেন। তবে মাইনর ক্রিকেট লিগে প্রথম ম্যাচেই চিরচেনা ছন্দে ফিরলেন সাবেক বিশ^সেরা এই অলরাউন্ডার।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি সংসদ সদস্য হওয়া সাকিব। দেশে ফিরতে না পারায় তিনি এখন জাতীয় দলের বাইরে আছেন। পিএসএল, গ্লোবাল সুপার লিগ, ম্যাক্স ৬০ ও সিপিএলের পর এখন মাইনর লিগে সময় কাটছে তার।
সংক্ষিপ্ত স্কোর
আটালান্টা: ২০ ওভারে ১৮১/৪ (টেলর ৯৭*, সাকিব ২৭*; ঋত্বিক ১/২৩)
মরিসভিল: ২০ ওভারে ৮৫/৭ (রাজ ৫০, আনিশ ২৪; সানি ৩/৫, সাকিব ২/৯)
ফল: আটালান্টা ৯৬ রানে জয়ী।