জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত।
রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন তার জেরার শেষের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জেরার সময় নাহিদ ইসলাম উল্লেখ করেন, যেহেতু শেখ হাসিনা দলের প্রধান, তাই তার রাজনৈতিক অপরাধের বিষয়ও আওয়ামী লীগের দলীয় অপরাধ হিসেবে ট্রাইব্যুনালে বিবেচনা করা উচিত।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করেছেন।
তিনি শনিবার (১৮ সেপ্টেম্বর) জেরা শুরু করেন এবং পরবর্তী জেরার দিন ধার্য করা হয় রোববার (২১ সেপ্টেম্বর)। জবানবন্দি শেষে নাহিদ ইসলামের জেরা সম্পন্ন হয়, যার মাধ্যমে মামলার প্রমাণ উপস্থাপন আরও দৃঢ় হয়েছে।