ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

তিতুমীরের শিক্ষার্থীদের  আন্দোলনে জনদুর্ভোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৪ পিএম

সরকারি তিতুমীর কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখাসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।  গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসনসংখ্যা বাড়ানো, কলেজে উচ্চ মাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সড়ক অবরোধ করেন।

আন্দোলনের অন্যতম সংগঠক জাবেদ ইকবাল বলেন, দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

ডিএমপির ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল সকালে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করেন। ফলে গুলশান ১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি চলাচল করতে পারেনি। এতে আশপাশের সড়কে ব্যাপক যানজট দেখা দিলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। 

মানুষের দুর্ভোগ কমাতে পোস্টে ডাইভারশন ব্যবহারের অনুরোধ জানানো হয়।

ডাইভারশনগুলো ছিল:

১. উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো, যারা আমতলী হয়ে গুলশান ১-এর দিকে যাবেন, তারা কাকলীর বাঁয়ে টার্ন করে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

২. যারা জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে এসে আমতলী-গুলশান-১-এর দিকে যাবেন, তারা সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) ও আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যের দিকে যেতে পারবেন। ৩. এ ছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে। ৪. জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।