ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ছাগলকাণ্ডের মতিউর ও তার  স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৫ পিএম

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মতিউর রহমান ও লায়লা কানিজকে কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মতিউর ও লায়লা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের দুজনকে এক দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাদের নতুন করে রিমান্ড আবেদন করবেন।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য মতিউর ও লায়লার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার মতিউর ও লায়লা কানিজের ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।