ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএসসিপিএসসির সেই ডিজিএমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:২৪ এএম

রেস্টহাউসে থেকেও বেতনের সঙ্গে বাড়িভাড়া উত্তোলনকারী বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির (বিএসসিপিএসসি) উপ-মহাব্যস্থাপক (ডিজিএম) সুরচিত বড়ুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দৈনিক রূপালী বাংলাদেশে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে সুরচিতের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বিএসসিপিএলসিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত ১৮ সেপ্টেম্বর বিভাগের কোম্পনি-২ অধিশাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালককে ওই নির্দেশনা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, বিএসসিপিএলসির উপমহাব্যস্থাপক সুরচিত বড়ুয়ার বিরুদ্ধে নিয়মবহির্ভূত কর্মকা-ের অভিযোগ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এই বিভাগকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ‘রেস্টহাউসে থেকেও ভাড়া নেন ডিজিএম সুরচিত’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে দৈনিক রূপালী বাংলাদেশ।