ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রামুতে দুই শিশু হত্যা

৫ জনের ফাঁসি, ৪ জনের  যাবজ্জীবন কারাদণ্ড

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১২:৪২ এএম

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় দুই শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদ- ও তিন নারীসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অপর একজন নারীকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদ-াদেশ প্রাপ্তরা হলেন-রামুর গর্জনিয়া বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও শহীদুল্লাহ। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম।

মামলার নথি সূত্রমতে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি গর্জনিয়া বড়বিল এলাকায় দোকান কর্মচারী মো. ফোরকানের দুই ছেলে হাসান শাকিল (১০) ও হোসেন কাজলকে (৮) পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে স্থানীয় জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন চক্র। পরে মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা দুই শিশুকে হত্যা করে খালের পাড়ে ফেলে দেয়। এ ঘটনায় ১৫ জন আসামির নাম উল্লেখ করে ১৯ জানুয়ারি রামু থানায় মামলা করা হয়। 

দীর্ঘ ৯ বছর ধরে মামলার বিচার শেষে সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত গতকাল রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। কক্সবাজার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মীর মোশারফ হোসেন টিটু জানান, দীর্ঘ ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য, প্রমাণ ও ঘটনা পরিস্থিতি বিবেচনা করে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত পেয়েছেন। তাই আইনের বিধান অনুযায়ী ৫ জন আসামিকে মৃত্যুদ- এবং ৪ জন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি। প্রধান আসামি জাহাঙ্গীর আলম রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক রয়েছে। এ মামলা থেকে মোকারমা সুলতানা পুতু নামের এক তরুণীকে খালাস দেওয়া হয়েছে।