ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ। আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তিনি। এটিকে জার্মানির একটি উচ্চপর্যায়ের সফর হবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত হবে।
গতকাল মঙ্গলবার ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭-২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এ ছাড়া জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন। এরই মধ্যে জার্মানির একটি প্রতিনিধিদল গত ১৭-২১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সফর করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে ড. মুহাম্মদ ইউনূস ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করার লক্ষ্যে বাংলাদেশ জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বলে মন্তব্য করেন। ওই মাসের ২৬ তারিখ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই স্বাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা জার্মান জনগণ ও জার্মান অর্থনীতির প্রশংসা করে বলেন, ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে জার্মানি বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি ভিন্ন সম্পর্ক, বিশেষ সম্পর্ক রাখতে চাই।