ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কুকুরের জন্য জিম

অন্যরকম ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৭:৫৫ এএম

জাপান বরাবরই প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য পরিচিত। তবে এবার তারা নজর কাড়ছে এক অভিনব উদ্যোগে কুকুরের জন্য জিম চালু করে! জাপানের বিভিন্ন শহরে এখন চালু হয়েছে এমন সব ফিটনেস সেন্টার, যেখানে কুকুররা নিয়মিত শরীরচর্চা করে। ঠিক যেমন মানুষ নিজের স্বাস্থ্য ঠিক রাখতে জিমে যায়, তেমনই এসব ‘ডগ জিম’-এ কুকুরদের জন্যও রয়েছে ট্রেডমিল, সুইমিং পুল, স্ট্রেচিং এলাকা, এমনকি ব্যক্তিগত প্রশিক্ষকও!

এই জিমগুলো কেবল ব্যায়াম নয়, কুকুরদের মানসিক সুস্থতাও নিশ্চিত করতে কাজ করে। বিশেষ করে শহরের ব্যস্ত জীবনধারায় অনেক পোষা প্রাণী অবসাদে ভোগে বা স্থূলতায় আক্রান্ত হয়। এই ধরনের জিম সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে।

টোকিওর একটি জনপ্রিয় ‘ডগ ফিটনেস ক্লাব’-এ দেখা গেছে, মালিকরা তাদের কুকুরদের জন্য সাপ্তাহিক সদস্যতা নিচ্ছেন। কেউ কেউ কুকুরদের জন্য নির্ধারিত ডায়েট প্ল্যানও অনুসরণ করছেন। এই উদ্যোগ যেমন মজার, তেমনি সচেতনতার বার্তাও বহন করে,  প্রতিটি প্রাণীর সুস্থতা গুরুত্বপূর্ণ।