ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আজ লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:২০ এএম
ওসাসুনার মুখোমুখি হবে রিযাল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

২০২৫-২৬ লা লিগা মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ওসাসুনার মুখোমুখি হবে রিযাল মাদ্রিদ। এই ম্যাচটি কেবল মৌসুমের প্রথম লড়াই নয়, এটি আলোনসোর যুগের আনুষ্ঠানিক সূচনাও।

আজ মঙ্গলবারমাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

মৌসুমের প্রথম ম্যাচ হলেও, এটি নতুন কোচ আলোনসোর জন্য একটি বড় পরীক্ষা। ম্যাচের আগে রিয়াল বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না।

চোট এবং নিষেধাজ্ঞার কারণে এদুয়ার্দো কামাভিঙ্গা, জুড বেলিংহাম, ফারল্যান্ড মেন্ডি, এন্ড্রিক ও আন্তোনিও রুডিগার মাঠে নামতে পারবেন না।

ফলে জয় নিশ্চিত করতে বাড়তি দায়িত্ব নিতে হবে দলের তারকা খেলোয়াড়দের। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং ডিন হুইসেনের মতো তারকারাই দলের ভাগ্য নির্ধারণ করবেন।

এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের রিয়ালর জার্সিতে লা লিগায় অভিষেক। এই ইংলিশ রাইট-ব্যাক ডিফেন্স ও আক্রমণ—উভয় দিকেই দলের শক্তি বাড়াবেন বলে আশা করা হচ্ছে। 

এছাড়াও, আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ১৭ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। জুলাই মাসে দলে যোগ দেওয়া এই তরুণ প্রতিভাকে আজ কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে।

প্রাক-মৌসুম ও ক্লাব বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি এখনও পুরোপুরি কাটেনি। তবে কোচ জাবি আলোনসো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলীয় মনোভাব, খেলার ধরন এবং মানসিক দৃঢ়তাই রিয়ালের সাফল্যের পথ খুলে দেবে।