হিম কুয়াশার প্রথম সকাল যেন ভালোবাসার এমন গল্পের সম্ভার, যেখানে অভিমানের চিরায়ত সংসার। সেই সাংসারিক স্মৃতি-বিস্মৃতি নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের রংপুর বিভাগের প্রতিযোগী পায়গাম রাব্বানী গেয়েছেন ‘শীতের সকাল’ শিরোনামের গান। গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নিজের মৗলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে পায়গাম রাব্বানী বলেন, গানের সঙ্গে সখ্য সেই ছেলেবেলা থেকেই। ছোট বেলায় মাঝে মাঝেই দাদুর গলায় ‘নয়ন ভরা জল গো তোমার’ গানটা শুনে আপ্লুত হয়ে যেতাম। সম্ভবত আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। তখন হঠাৎ একদিন দেখি আমার বাসায় হারমোনিয়াম! এই হারমোনিয়ামই আমার সংগীত জীবনের বড় অনুপ্রেরণা। সারাজীবন সংগীত নিয়েই ছিলাম, আছি এবং সংগীত কে ধারণ করেই ইহলোক ত্যাগ করতে চাই। জীবনের বাস্তবতা নিয়ে আমার এই গানটি শুনে ইতোমধ্যেই গুণীজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি।