বাংলাদেশ টেলিভিশনের প্রচার চলতি দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘বৈঠকখানা’ দুটি নতুন মৌলিক গান গেয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় চারজন সংগীতশিল্পী। তারা হলেন- সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গানটি। অন্যদিকে সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। এরইমধ্যে গত রোববার বিটিভিতে গান দুটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে।
দুটি গানই লিখেছেন ও সুর করেছেন দেশের গুণী গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মিল্টন খন্দকার। ‘প্রেমের ঘর’ গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন,‘ দুই যুগেরও বেশি সময় পর প্রিয় শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গানব গাইবার সুযোগ হলো। মিল্টন ভাই সেই মহান মানুষ, রাজধানীতে এসে প্রথম যার ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম। সেই মহান মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হলো। ভীষণ উচ্ছ্বসিত আমি।
এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে, এটাই আমার বিশ^াস।’ ‘বৈঠকখানা’র এই পবটি শিগগিরই প্রচারে আসবে। এদিকে এরইমধ্যে সাব্বির ও লুইপা রাজধানীর গুলশান ক্লাবে একটি শোতে একসঙ্গে সংগীত পরিবেশন করেছেন। গতকাল পাবনায় সোহেল মেহেদী একটি শোতে পারফর্ম করেছেন, আজ ঢাকার বনানীতে আরও একটি শোতে পারফর্ম করবেন।