বিনোদন সাংবাদিকদের মধ্যে কেউ লিখছেন গান, আবার কেউ নাটক। সামগ্রিক অর্থে বলতে গেলে সবাই কমবেশি লিখছেন। তবে হাতেগোনা কয়েকজন সাংবাদিকতার বাহিরে লেখালেখি করে অর্জন করেছে বিভিন্ন স্বীকৃতি। তার মধ্যে আহমেদ তাওকীর অন্যতম।
তিনি বগুড়ার ধুনটের সন্তান। তার স্বীকৃতি দর্শক অনেক আগেই দিয়েছেন। নারী প্রধান গল্পে তানজিন তিশা-রাফাত মজুমদার রিংকু-আহমেদ তাওকীর, ত্রয়ী নিজেদের প্রমাণ করেছেন আগেই। এবার নরসুন্দরীর জন্য ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা নাট্যকারের পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আহমেদ তাওকীর।
এই অর্জন নিয়ে আহমেদ তাওকীর বলেন, ‘যেকোনো পুরস্কারপ্রাপ্তি কাজের অনুপ্রেরণা দেয়। পুরস্কার পেলে দায়বদ্ধতা বেড়ে যায়। অনেক দিন থেকে নাটক লিখছি কিন্তু নাটকের জন্য এমন স্বীকৃতি এবারই প্রথম। এর আগে ২০২৩ সালে বুকপকেটে জীবনের জন্য মেরিল-প্রথম নমিনেশন পেয়েছিলাম। এবার নরসুন্দরীর জন্য সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত। সামনের দিনে কাজ করা অনুপ্রেরণ দেবে।’
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পড়ার সুবাদে নাটক লেখেন ২০১২ সাল থেকে। ২০২৩ সালে ‘বুক পকেটে জীবন’ নাটকের জন্য প্রথমসারির একটি গণমাধ্যমের মনোনয়ন পেয়েছিলেন। একই পা-ুলিপির জন্য পেয়েছেন দেশ পা-ুলিপি পুরস্কার-২০২৪। বিনোদন সাংবাদিকতার পাশাপাশি নাটক লেখায় অনেকদূর যেতে চান তাওকীর।