ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

গর্ব অনুভব করছি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:৩৯ এএম

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন এবার পা রাখলেন উদ্যোক্তার জগতে। অভিনয়ের বাইরে নিজের নতুন পরিচয় তৈরি করলেন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে। তিনি ঘোষণা দিয়েছেন তার নিজস্ব পাঞ্জাবি ব্র্যান্ড ‘ভালো’র প্রথম লুক প্রকাশের মাধ্যমে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করে নিরব লিখেছেন, ‘অবশেষে আমার নিজের পাঞ্জাবি ব্র্যান্ড ‘ভালো’র ফার্স্ট লুক শেয়ার করতে পেরে সত্যিই গর্ব অনুভব করছি। একটি স্পষ্ট ধারণা নিয়েই আমরা এই লাইনআপ তৈরি করেছিÑ খাঁটি সাদা আভিজাত্য, যা তৈরি হয়েছে গুল আহমাদের সেরা ফ্যাব্রিক দিয়ে এবং বাংলাদেশেই সর্বোচ্চ নিখুঁততায় টেইলার করা হয়েছে। এ পর্যন্ত যারা সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু শুরুÑ এই যাত্রা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

নিরব জানান, তার ব্র্যান্ডের মূল ভাবনা তিনটি শব্দে: শুভ্র, নির্মিত রাজসিক। তার ভাষ্যে, সিনেমা আমার ভালোবাসার জায়গা। সিনেমার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এবার যাত্রা করছি। স্টাইল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই কাজ করা থেকেই এই উদ্যোগ। নিরবের এই উদ্যোক্তা পরিচয় ভক্ত এবং সহকর্মীরা শুভকামনায় ভাসাচ্ছেন নায়ককে।

এদিকে, প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা পরীমণি। এ বছরের শুরুতেই ঘোষণা আসে এই জুটির নতুন সিনেমা ‘গোলাপ’র। রাজনৈতিক ঘরানার থ্রিলারটি পরিচালনা করছেন সামছুল হুদা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১১ মাস পেরিয়ে গেলেও এখনো শুটিং শুরু হয়নি।

জানা গেছে, শুটিং পিছিয়ে যাওয়া মূলত গল্পসংক্রান্ত জটিলতার কারণে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে সাজানো এ থ্রিলার সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

বর্তমানে নিরব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘শিরোনাম’ নামের একটি সিনেমা। এতে নিরবের সহশিল্পী চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। নতুন বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।