ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

দর্জি দোকানির আত্মহত্যা

কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:২৬ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামে এক দর্জি দোকানি। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লোকমান স্থানীয় পাখিমারা বাজারে দর্জির দোকান চালাতেন। আত্মহত্যার আগে তিনি এক চিরকুটে লেখেন, স্ত্রী তাকে ভালোবাসেন না এবং টাকা না থাকার কারণে তাকে ছেড়ে যেতে পারেন। এ ভয় থেকেই তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, লোকমান ছিলেন শান্ত ও পরিশ্রমী স্বভাবের যুবক। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।